‘ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে খাগড়াছড়ি ডায়াবেটিক সমিতির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় জেলা শহরের টাউন হলের সামনে থেকে র্যালি শুরু হয়ে শিল্পকলা একাডেমী হলে এসে শেষ হয়।
সভায় খাগড়াছড়ি ডায়াবেটিক সমিতির সহসভাপতি ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে ও নির্বাহী সদস্য ধীমান খীসার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. শাহ আলম। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মো. আবুল হাসেম, অতিরিক্ত পুলিশ সুপার রওনক আনম, পৌর মেয়র রফিকুল আলম।
র্যালি ও আলোচনা সভা শেষে ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।