ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে গিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে মো. আমিনুল ও মোসা. ইয়াসমিন নামে দুই রোহিঙ্গা গ্রেপ্তার হয়েছেন। তারা বাবা–মেয়ে।
তাদের ভুয়া জন্মসনদ তৈরী করে দেওয়ায় মো. মাহমুদুল নামে স্থানীয় একজন দালালকেও গ্রেপ্তার করা হয়।
হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু জানান, আমিনুল ও ইয়াসমিন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে চেয়েছিলেন।
তারা স্থানীয় দালাল মাহমুদুলের মাধ্যমে উপজেলার পুমদী ইউনিয়নের গণমানপুর্নরা গ্রামের বাসিন্দা পরিচয়ে জাল জন্ম সনদ তৈরি করেন। এরপর পাসপোর্ট করার জন্য ব্যাংক চালানের মাধ্যমে টাকাও জমা দেন।
পরিচয় তদন্তের পর বুধবার পুলিশের হাতে ধরা পড়েন তারা। এসময় মাহমুদুলকেও গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
জেএন/পিআর