চট্টগ্রামে সতর্ক পুলিশ

রাজধানী ঢাকায় বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। বুধবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে সংঘর্ষে পুলিশের গাড়ি ভাংচুরের পাশাপাশি আগুন দেওয়া হয়। ঢাকায় এমন ঘটনার পর চট্টগ্রামে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।

- Advertisement -

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একাধিক কর্মকর্তা জানান, ঢাকায় সংঘর্ষের ঘটনায় সতর্ক অবস্থায় রয়েছে চট্টগ্রামের পুলিশ প্রশাসন। কোথাও কোনো প্রতিক্রিয়া দেখানোর কিংবা আইন-শৃঙ্খলায় বিঘœ ঘটানোর চেষ্টা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত পুলিশ।

- Advertisement -google news follower

এ ব্যাপারে যোগাযোগ করা হলে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার মেহেদী হাসান দুপুর দেড়টায় জয়নিউজকে বলেন, এখন পর্যন্ত চট্টগ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।

এর আগে ঢাকায় বিএনপি নেতারা দলীয় মনোনয়ন নিতে এলে তাদের অনুসারীদের সঙ্গে পুলিশের বাকবিত-া শুরু। যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় উত্তেজিত বিএনপি নেতা-কর্মীরা পুলিশের গাড়ি ভাংচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ।

জয়নিউজ/ফারুক
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM