প্রথম নারী নৌবাহিনীর প্রধান পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

নৌবাহিনীর প্রধান হিসেবে এই প্রথম কোন নারীকে মনোনয়ন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিকে এই মনোনয়ন দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

- Advertisement -

মনোনয়ন চূড়ান্ত হলে লিসাই হবেন মার্কিন ইতিহাসে প্রথম নারী নৌপ্রধান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের দায়িত্ব পালনকারী প্রথম নারী হবেন তিনি।

- Advertisement -google news follower

এক বছর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে মার্কিন নৌবাহিনীর উপপ্রধান হন লিসা। ইউরোপ ও আফ্রিকায় মার্কিন নৌবাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

শুক্রবার (২১ জুলাই) এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘একজন কমিশন্ড অফিসার হিসেবে লিসা ৩৮ বছর ধরে আমাদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখন তিনি নৌবাহিনীর উপপ্রধান পদে আছেন। মার্কিন নৌবাহিনীর ইতিহাসে চার তারকা অ্যাডমিরালের ব্যাজ অর্জনকারী দ্বিতীয় নারী তিনি।’

- Advertisement -islamibank

বাইডেন বলেন, ‘লিসার নিয়োগ চূড়ান্ত হলে তিনি নতুন ইতিহাস গড়বেন। কারণ তিনি মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধান হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রথম নারী জয়েন্ট চিফস অব স্টাফ হবেন।’

উল্লেখ্য, বর্তমান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মাইক গিলডে আগস্টে তার চার বছরের মেয়াদ শেষ করবেন। তার স্থলাভিষিক্ত হতে পারেন অ্যাডমিরাল লিসা। সূত্র: বিবিসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM