পোশাক কারখানায় আগুন: ফায়ার সার্ভিসের গাড়ি চালকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফকির অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। দিবাগত রাত পৌনে একটার দিকে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় হলি ফেব্রিক্স ডাইং কারখানায় এ আগুনের ঘটনা ঘটে।

- Advertisement -

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ঘটনাস্থলে পৌছে ৫০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণের আগে কারখানার ভেতরে থাকা কাপড় ও মেশিনারিজ পুঁড়ে গেছে।

- Advertisement -google news follower

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাইং কারখানায় বয়লারে কাপড় রঙ করার কাজ চলছিল। হঠাৎ করে বয়লারের রুম আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিক ছড়িয়ে পড়ে। এসময় কারখানার শ্রমিকসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অলি উল্লাহ জানান, কারখানায় সাব কন্ট্রাক্টে কাজ করা হতো। আগুনে শুধু তারই ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কারখানায় আরও অন্তত ১০ জন ব্যবসায়ীর কাপড় ছিল। আগুনে প্রায় কোটি টাকার কাপড় ও মেশিনারিজ পুড়ে গেছে।

- Advertisement -islamibank

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরউদ্দিন জানান, আগুনের খবর পেয়ে ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

এদিকে আগুন নেভাতে যাওয়ার সময় চাষাড়ায় বাসের সঙ্গে সংঘর্ষে ফায়ার সার্ভিসের গাড়ির চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন।

নিহত ফায়ার সার্ভিসের ড্রাইভারের নাম জাহাঙ্গীর আলম (৪৫)। তিনি হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ড্রাইভার ছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM