ছাত্রলীগের সোনালী অতীত ফিরিয়ে আনতে সিনিয়রদের ভূমিকা রাখতে হবে: আ জ ম নাছির

চট্টগ্রাম-১০ আসন উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু সমর্থনে ৪৪নং মধ্যম আগ্রাবাদ সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আজ মঙ্গলবার ২৫ জুলাই বিকালে আগ্রাবাদ বেপারী পাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে নতুন ভোটার বরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন

- Advertisement -

৪৪নং মধ্যম আগ্রাবাদ সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আবদুল্লাহ আল ইব্রাহিমের সভাপতিত্ব ও কাউন্সিলর নাজমুল হক ডিউকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু।

- Advertisement -google news follower

অনুষ্ঠানে ৪৪নং মধ্যম আগ্রাবাদ সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এনামুল হক, মো. রেজোয়ান এহসানুল আজিম লিটন, কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ, বেলাল উদ্দিন, আহসান উল্লাহ তাহানুন, বেলায়েত, জসিম উদ্দিন ঝিলিক, সাবেক কাউন্সিলর এইচ এম সোহেল সহ সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দিন বলেন, তরুণ প্রজন্মের মাঝে ছাত্রলীগের সোনালী অতীত ফিরিয়ে আনতে হলে আমাদেরকে স্ব স্ব অবস্থান থেকে অগ্রনী ভ‚মিকা রাখতে হবে। আমরা যখন ছাত্রলীগ করতাম তখন লোকে আমাদেরকে সম্মান ও স্নেহ করতো। আর বর্তমানে কেউ রাজনীতি করে জানতে পারলে লোকে উষ্মা প্রকাশ করে। রাজনীতি সম্পর্কে এমন নেতিবাচক ধারণা দূর করতে হলে আমরা সিনিয়র নেতাকর্মীদেরকে কাজ করতে হবে। তরুণ প্রজন্মের মাঝে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরতে হবে। তাদেরকে ‘ভাই’ বা ‘গ্রুপিং’ রাজনৈতিক সংস্কৃতি থেকে সরিয়ে আওয়ামী আদর্শিক রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM