চট্টগ্রামে গেল ২৪ ঘন্টা সময়ে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আরও এক কিশোরীর মৃত্যুর তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
এ নিয়ে জেলায় চলতি জুলাই মাসে ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হল। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ২৫ জন। তাদের মধ্যে ১৪ জন শিশু, ছয়জন পুরুষ ও পাঁচজন নারী।
তাছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৭ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে জেলায় এ বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪০৯ জন।
আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানা যায়, ডেঙ্গুতে মারা যাওয়া ওই কিশোরীর নাম মাহেরিমা (১৬)। নগরীর আকবর শাহ এলাকার বাসিন্দা।
মাহেরিমা গত মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেও তা বৃহস্পতিবারের প্রতিবেদনে জানানো হয়েছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছে ২৬৮ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২২ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৫০ জন ভর্তি রয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১৪১ জন।
জেএন/পিআর