মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতেই বাচ্চুকে বিজয়ী করতে হবে

আসন্ন চট্টগ্রাম-১০ আসনের (সংসদীয় আসন-২৮৭) উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ মহিউদ্দিন বাচ্চুকে নৌকা প্রতীকে জয়যুক্ত করার লক্ষ্যে নগরীর ওয়াসা মোড়স্থ নির্বাচন পরিচালনা কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে প্রার্থীর যৌথ মতবিনিময় সভা বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সভায় বক্তারা বলেন, মহান মুক্তিদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে হলে আগামী ৩০ জুলাই রোববার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকে বিজয়ী করতে হবে। এ জন্য নির্বাচনী এলাকার সকল পাড়া-মহল্লায় শেষ পর্যায়ের নির্বাচনী প্রচারণা জোরদার করতে হবে। একই সাথে ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে হবে।
নির্বাচিত হলে অতীতের ন্যায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ মহিউদ্দিন বাচ্চু।

- Advertisement -google news follower

মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা কমিটির সদস্য সচিব কামরুল হুদা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মাইনুদ্দিন আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, পাহাড়তলী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী জাফর, আকবর শাহ থানার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমদ, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দিন, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বজলুর রশিদ মিন্টু, চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের আহবায়ক অধ্যাপক সায়রা বানু রুশ্নি, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, সাংবাদিক রনজিত কুমার শীল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরওয়ার আলম চৌধুরী মনি, মহানগর কমিটির আহবায়ক শাহেদ মুরাদ সাকু, জেলা কমিটির আহবায়ক ইঞ্জিঃ মশিউজ্জামান সিদ্দিকী পাভেল, মহানগর কমিটির যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান সজিব, যুগ্ম-আহবায়ক মোঃ সাজ্জাদ হোসেন, সদস্য-সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরান, সিনিয়র সদস্য হাসান মোঃ আবু হান্নান, রিপন চৌধুরী, সদস্য কামাল হোসেন টিটু, সাইকা দোস্ত, মোঃ সালাহউদ্দিন রিপন, এহতেশামুল আলম খোকা এস এম ইশতিয়াক আহমেদ রুমি, জয়নুদ্দীন আহমেদ জয়, কে.এম রিগান, এফ.বি.এম জয়নুল আবেদীন, সৌরভ আলম, মোশাররফ হোসেন, নাজমুল আলম মোঃ আরমান, খাজা মাইনুদ্দিন, হাসনাত আকতার, মো রাজু, মোঃ রাজ্জাক, মোঃ রাসেল আহমেদ প্রমুখ।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM