কুড়িগ্রামে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড়-রায়গঞ্জ সড়কের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা গ্রামের বাসিন্দা আফতাব হোসেনের ছেলে সাগর(২৪), সোহরাব আলীর ছেলে সুমন (২৩) এবং শাহিন (২৫)। এই নিহত তিনজনই সম্পর্কে চাচা ভাতিজা। এরমধ্যে সুমন মাদরাসার ছাত্র, সাগর অটোরিকশা চালক ও শাহীন কৃষি কাজ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৯টার দিকে আন্ধারীঝাড়-রায়গঞ্জ সড়কে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি নৈশকোচ বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
ভুরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মৃতদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় নাগেশ্বরী থানা পুলিশের সহযোগীতায় বাসটিকে আটক করা হয়েছে।
জেএন/পিআর