বঙ্গোপসাগরে অবস্থিত ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। শনিবার প্রথম প্রহরে হওয়া এই ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড)।
বঙ্গোপসাগরে অবস্থিত ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) জানিয়েছে।
আজ শনিবার প্রথম প্রহরে হওয়া এই ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে তারা।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান শহর পোর্ট ব্লেয়ারের কাছে ভূমিকম্পটির উৎপত্তি এবং এটির মাত্রা ছিল ৫ দশমিক ৯।
ভূমিকম্পের কেন্দ্রটি পোর্ট ব্লেয়ার থেকে ১২৬ কিলোমিটার দক্ষিণপূর্বে বলে জানিয়েছে সংস্থাটি।
স্থানীয় সময় ১২টা ৫৩ মিনিটে ভূপৃষ্ঠের ৬৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে তারা।
প্রায় ৩০০ দ্বীপ নিয়ে গঠিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এর সাদা বালুর সৈকত, ম্যানগ্রোভ ও ক্রান্তীয় বনভূমির জন্য পরিচিত। এখানকার প্রত্যন্ত কয়েকটি দ্বীপে আদিবাসী আন্দামান নৃগোষ্ঠীর লোকজন বসবাস করে।
জেএন/পিআর