সৌদি আরবে হজ শেষে দেশে ফিরে আসছেন হাজিরা। ২৮ জুলাই পর্যন্ত দেশে ফিরেছেন ১ লাখ ৪ হাজার ১৩১ জন হাজি।
সৌদি আরব থেকে হাজিদের দেশে ফেরাতে ২৮০টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এই ফিরতি ফ্লাইট চলবে ২ আগস্ট পর্যন্ত।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৩৬টি ফিরতি ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া সৌদি এয়ারলাইন্স ১০৪টি ও ফ্লাইনাস ৪০টি ফিরতি ফ্লাইট পরিচালনা করছে।
এদিকে সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ১১৮ জন হাজি। এরমধ্যে ৯২ জন পুরুষ এবং ২৬ জন নারী।
এবার হজ অনুষ্ঠিত হয়েছে ২৭ জুন। বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজযাত্রী সৌদি আরবে গিয়েছেন। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি।
জেএন/পিআর