কক্সবাজারের টেকনাফে অপহরণের ২৩ ঘণ্টার মাথায় শিশু শিক্ষার্থী ফারিহা জান্নাতের (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত একই মাদ্রাসার ছাত্র ইরফানকে গ্রেফতার করেছে র্যাব।
ফারিহা টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার সানা উল্লাহর মেয়ে এবং হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসায় তৃতীয় শ্রেণির ছাত্রী। ঘাতক এরফান ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপল আলী আহমদের ছেলে। সম্পর্কে তারা মামা-ভাগ্নি।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী তার মরদেহ পাওয়া যাওয়ার কথা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে নিজ শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা দারুস্ সুন্নাহ মাদ্রাসার পেছনে মরদেহটি পাওয়া যায়।
এর আগে তিনি জানিয়েছিলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে বাড়ির সামনে রাস্তা থেকে অপহরণ করা হয় ফারিহাকে।
এদিকে শুক্রবার (২৮জুলাই) রাতে এক সংবাদ সম্মেলনে র্যাব-১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক জানায়, গত ২৭শে জুলাই (বুধবার) সন্ধ্যায় নাস্তার প্রলোভন দেখিয়ে শিশু ফারিয়াকে অফিস কক্ষে নিয়ে যায়।
পরে হাত-পা বেঁধে তাকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে। শিশুর মায়ের কাছে মুক্তিপণ হিসেবে ৫ লক্ষ টাকা দাবি করে ।
শুক্রবার (২৮ জুলাই) বিকালে আসামিকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত এরফান জিজ্ঞাসাবাদে সত্যতা স্বীকার করেছে।
জেএন/পিআর