জনগণের সাথে দীর্ঘস্থায়ী বন্ধন সৃষ্টি করতে পেরেছে আওয়ামী লীগ-ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা হচ্ছে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী জীবনে দীর্ঘস্থায়ী বন্ধন করতে চাইছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সাথে দীর্ঘস্থায়ী বন্ধন সৃষ্টি করতে পেরেছে আওয়ামী লীগ।’

- Advertisement -

শনিবার (২৯ জুলাই) বিকেলে বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ আয়োজিত উপজেলার একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এমপির শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

এসময় তিনি বলেন, ‘মিনি কেবিনেটের মাধ্যমে নির্বাচন হবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার পক্ষের শক্তিই দেশ পরিচালনা করবে। কোনোভাবে রাজাকারের হাতে দেশকে তুলে দেব না। কোনোভাবেই তাদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না।’

মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘‘বিএনপি জামায়াতের কর্মকান্ড দেখছি। তাদের নেতা লন্ডনে বসে প্রশাসনের উদ্দেশ্যে কথা বলছেন। আবারও জ্বালা-পোড়াও শুরু করেছে। আপনারা বিশৃঙ্খলা না করে নির্বাচনে আসুন। নির্বাচন সুন্দর হবে। এদেশের জনগণ আর হাওয়া ভবন দেখতে চায় না।’

- Advertisement -islamibank

প্রয়াত মোছলেম উদ্দিনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘মোছলেম উদ্দিন আহমদ নিজের জীবন যৌবন রাজনীতির জন্য উৎসর্গ করেছেন। তিনি একজন ভালো রাজনীতিবিদ ছিলেন। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তাঁর আদর্শ আমাদের মধ্যে থাকবে।’

পৌর আওয়ামী লীগ সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জাকারিয়া সঞ্চালনায় শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি এসএম আবুল কালাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা ও সাবেক সহ-সভাপতি রেজাউল করিম বাবুল।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর, ছাত্রলীগ সভাপতি এসএম বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, মোহাম্মদ মোকারম, জসিম উদ্দিন, কাজল দে, শফিউল আজম শেফু ও প্রয়াত মোছলেম উদ্দিনের কন্যা কাজী শারমিন সুমি প্রমুখ।

জেএন/পূজন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM