আওয়ামী লীগ নির্বাচন কমিশন সচিবালয়ে ২০২২ পঞ্জিকা বছরের নিরীক্ষিত (আয়-ব্যয়) হিসাব প্রতিবেদন আজ সোমবার (৩১ জুলাই) দাখিল করবে।
রোববার (২৯ জুলাই) দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সোমবার দুপুর ২টায় নির্বাচন কমিশন সচিবালয়ে ২০২২ পঞ্জিকা বছরের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন দাখিল করবে।
প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব দাখিল করতে হয়। পরপর তিন বছর হিসাব দাখিল না করলে সেই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার বিধান রয়েছে।
এর আগে, রোববার (৩০ জুলাই) বিএনপি ২০২২ সালের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করে। ওই দিন দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত হয়ে ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিএনপির আয়-ব্যয়ের এ হিসাব জমা দেন। ২০২২ সালে বিএনপির আয় ৫ কোটি ৯২ লাখ এবং ব্যয় ৩ কোটি ৮৮ লাখ টাকা জানানো হয়।
এ ছাড়া ইতোমধ্যে আরও কয়েকটি রাজনৈতিক দল তাদের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে দাখিল করেছে বলে জানা গেছে।
জেএন/এমআর