চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১০০

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কারো মৃত্যু হয়নি। তবে এ দিন ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত শনাক্ত হয়েছে ১০০ জন। এতে জেলায় এ বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৭৬ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২৫ জনে।

- Advertisement -

সোমবার (৩১ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

- Advertisement -google news follower

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছে ২৭৯ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৯১ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২৫ জন এবং জেলার অন্য হাসপাতালগুলোতে ১৬৩ জন ভর্তি রয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪৯৭ জন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ