চট্টগ্রামের বাঁশখালীতে নাশকতার মামলায় জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সুরা সদস্য এডভোকেট আবু নাছেরসহ ৫ জামায়াত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বিভিন্ন স্থানে জেলা জামায়াতের ব্যানারে হামলা ও নাশকতার ঘটনার প্রেক্ষিতে মামলায় রবিবার (৩০ জুলাই) রাতভর বাঁশখালী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সুরা সদস্য এডভোকেট আবু নাছের প্রকাশ মাওলানা নাছির (৪০), শিলকূপ ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মো. মোক্তার আহমদ (৪৪), পৌরসভা ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ছিদ্দিক আহম্মদ (৪৮), শেখেরখীল ইউনিয়নের জামায়াতের সদস্য কবির হোসাইন ফারুকী (৪২), পৌরসভা জামায়াতের সদস্য দেলোয়ার হোসেন (৩৩)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতা, সড়কের গাছ কাটা, সহিংসতা, অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুরসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম বলেন, ‘গতকাল সকালে চট্টগ্রাম জেলার পটিয়া থানার বিভিন্ন জায়গায় নাশকতা চালায় গ্রেফতারকৃতরা। এতে নাশকতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার অপরাধে বাঁশখালীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আগেও বিভিন্ন থানায় নাশকতা, সহিংসতা, অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুরসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেএন/পিআর