চট্টগ্রাম নগরীর চাক্তাইয়ে দুটি গোডাউন থেকে আড়াইটন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় গোডাউন দুটিকে সিলাগালা করা দেওয়া হয়।
মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাক্তাই এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাক্তাই এলাকায় পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে তালা লাগিয়ে দুটি গোডাউনের মালিক পালিয়ে যায়। পরে তালা ভেঙে দুটি গোডাউন থেকে প্রায় আড়াই টন পলিথিন জব্দ করা হয় এবং গোডাউন দুটি সিলগালা করে দেওয়া হয়েছে। পলিথিনগুলো নষ্ট করে দেয়ার জন্য পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবাইয়েত সৌরভ, পরিদর্শক মনির হোসেন উপস্থিত ছিলেন।
জেএন/এমআর