সাকিব নৈপুণ্যে বড় জয় পেল টাইটান্স

লঙ্কা প্রিমিয়ার লিগে আগের ম্যাচের মতো এবারও দারুণ নৈপুণ্য দেখিয়েছেন সাকিব আল হাসান। তার দল গল টাইটান্সও পেয়েছে বড় জয়ের দেখা।

- Advertisement -

মঙ্গলবার (১ আগস্ট) বি-লাভ ক্যান্ডির বিপক্ষে সাকিবদের জয় ৮৩ রানের। শুরুতে ৫ উইকেটে ১৮০ রান করার পর ক্যান্ডিকে মাত্র ৯৭ রানে গুটিয়ে দেয় গল।

- Advertisement -google news follower

ব্যাট হাতে ২১ বলে ৩০ রান করার পর বল হাতে মাত্র ১০ রান দিয়ে সাকিব তুলে নেন ২ উইকেট। ৩৯ বলে ৭৪ রান করে ম্যাচসেরা হয়েছেন সাকিব সতীর্থ টিম সেইফার্ট। আগের ম্যাচে ডাম্বুলা অরার বিপক্ষে সুপার ওভারে জিতেছিল তারা।

৬০ রানে ৩ উইকেট হারালে ক্রিজে আসেন সাকিব। দলীয় ১৪তম ওভারে কামিন্দু মেন্ডিসের ওভারে টানা ২টি ছয় হাঁকান তিনি। রানআউটে কাটা পড়ে তার ইনিংস। সাকিব আউট হলেও গলকে বড় সংগ্রহ এনে দেন সেইফার্ট। এই কিউই ৫ চার ও সমান ছক্কা হাঁকান তার ইনিংসে।

- Advertisement -islamibank

গলের হয়ে অন্যদের মধ্যে শেভন ড্যানিয়েল ২৫, লাসিথ ক্রুসপুলে ১১ ও দাসুন শানাকা ৯ রান করেন। ক্যান্ডির হয়ে একটি করে উইকেট পান আমের জামাল, মোহাম্মদ হাসনাইন ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

রান তাড়া করতে নামা ক্যান্ডির উইকেট কিছুক্ষণ পরপর নিতে থাকে গল। গলের বোলিং তোপে মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর আসেন বান্দারা ও মারকুটে ব্যাটার আসিফ আলির মধ্যে ১০ রানের জুটি হলে আঘাত হানেন সাকিব। তার শিকার হয়ে মাঠ ছাড়েন আসিফ। পরের উইকেটটিও আসে সাকিবের হাত ধরে। এবার সাকিব ফেরান আমের জামালকে।

ক্যান্ডির হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন বান্দারা। ইসুরু উদানা ১৬ ও ওপেনার থানুকা ডাবারের ব্যাট থেকে আসে ১২ রান। বাকিদের মধ্যে কেউই দশের ঘরও পার হতে পারেননি।

গলের হয়ে সাকিব ছাড়াও ২টি করে উইকেট পান রাজিথা, রিচার্ড এনগারাভা ও তাবরাইজ শামসি। একটি করে উইকেট নেন লাহিরু সামারাকোন ও আকিলা ধনঞ্জয়া।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM