লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পেল সারে জাগুয়ার্স

মন্থর শুরুর পর ব্যাট হাতে ঝড় তুলললেন লিটন কুমার দাশ। কঠিন উইকেটে বাংলাদেশী স্টাইলিশ ব্যাটসম্যানের কার্যকরী ফিফটিতে দল পেয়েছে জয়ের দেখা।

- Advertisement -

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মঙ্গলবার ব্রামটন উলভসের বিপক্ষে ৪৫ বলে ৩টি করে ছক্কা ও চারে ৫৯ রান করেন লিটন। তার দল সারে জাগুয়ার্স জয় পায় ৬ উইকেটে।

- Advertisement -google news follower

ব্রামটনের সিএএ সেন্টারে ব্রামটন ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করতে পারে কেবল ১২৯ রান। কলিন ডি গ্র্যান্ডহোম সর্বোচ্চ ৩৪ রান করেন ৩৪ বলে। রান তাড়ায় ২১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সারে।

সেখান থেকে চতুর্থ উইকেটে ইফতিখার আহমেদের সঙ্গে ৭৭ বলে ৯৯ রানের দুর্দান্ত এক জুটি উপহার দেন লিটন। আউট হন জয় থেকে ৯ রান দূরে থাকতে। ইফতিখার ৪১ বলে ২ ছক্কা ও একটি চারে করেন অপরাজিত ৩৮ রান। ম্যাচ সেরার পুরস্কার জেতেন লিটন।

- Advertisement -islamibank

এই ম্যাচের আগে টুর্নামেন্টে তিন ম্যাচে ব্যাটিংয়ে নেমে লিটনের রান ছিল ৩০ বলে ২৫, ২০ বলে ২১ ও ১১ বলে ৯।

এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠেছে সারে। ৬ দলের টুর্নামেন্টে প্রাথমিক পর্বে তাদের ম্যাচ বাকি আর একটি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM