স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল স্বাগতিক ভারত। পাঁচ ম্যাচের সিরিজ়ে প্রথম ম্যাচটি চার রানে হেরে গেলেন হার্দিক পাণ্ড্যেরা।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ১৪৯ রান সংগ্রহ করে। কিন্তু সহজ লক্ষ্য পেয়েও দেড়শ রানের লক্ষ্য পূরণ করতে পারল না ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রানে আটকে যায় ভারতের ইনিংস।
উইন্ডিজ বোলার তোপে শুভমান গিল বা ইশান কিশানরা। ২ ওভারে মাত্র ৫ রান নিতে পারে তারা। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে গিলকে হারিয়েই পতনের শুরু হয় ভারতের। কিশানও বেশি কিছু করতে পারেননি
তবে সূর্যকুমার যাদব ও অভিষিক্ত তিলক ভার্মার ব্যাটে কিছুটা আশা দেখেছিল ভারত। কিন্তু সেটাও বেশিদূর এগোয়নি। তাদের বিদায়ের পরই সব আশা ফুরিয়ে যায়।
তিলক ক্যারিয়ারের প্রথম ম্যাচে ৩৯ রান করেন। ইনিংসটি সাজানো ছিল ৩টি ছক্কা ও ২টি চারে। এছাড়া সূর্য ২১ রান করেন।
উইন্ডিজের হয়ে রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার ও ওবেদ ম্যাককয় দুটি করে উইকেট শিকার করেছেন। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন হোল্ডার।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪৯/৬ (কিং ২৮, মেয়ার্স ১, চার্লস ৩, পুরান ৪১, পাওয়াল ৪৮, হেটমায়ার ১০, শেফার্ড ৪*, হোল্ডার ৬*; আর্শদিপ ৪-০-৩১-২, মুকেশ ৩-০-২৪-০, আকসার ২-০-২২-০, চেহেল ৩-০-২৪-২, পান্ডিয়া ৪-০-২৭-১, কুলদিপ ৪-০-২০-১)।
ভারত: ২০ ওভারে ১৪৫/৯ (কিষান ৬, গিল ৩, সুরিয়াকুমার ২১, তিলক ৩৯, পান্ডিয়া ১৯, স্যামসন ১২, আকসার ১৩, কুলদিপ ৩, আর্শদিপ ১২, চেহেল ১*, মুকেশ ১*; আকিল ৪-০-১৭-১, ম্যাককয় ৪-০-২৮-২, জোসেফ ৪-০-৩৯-০, হোল্ডার ৪-১-১৯-২, শেফার্ড ৪-০-৩৩-২)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪ রানে জয়ী।
জেএন/পিআর