অধ্যাপক পান্না কায়সার আর নেই

বরেণ্য লেখক, সাংস্কৃতিক কর্মী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সার আর নেই।

- Advertisement -

খেলাঘর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -google news follower

তিনি জানান, শুক্রবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পান্না কায়সার।

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী এবং জনপ্রিয় অভিনয়শিল্পী শমী কায়সারের মা পান্না কায়সার ১৯৫০ সালের ২৫ মে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালে শহীদুল্লাহ কায়সারকে বিয়ে করেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর তার স্বামী শহীদুল্লাহ কায়সারকে আল-বদর বাহিনী তুলে নিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি।

- Advertisement -islamibank

পান্না কায়সার তার সারা জীবন সাহিত্য ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ১৯৭৩ সাল থেকে শিশু সংগঠন ‘খেলাঘর’-এর একজন বিশিষ্ট সদস্য ছিলেন এবং ১৯৯০ সালে এর প্রধান হন।

এ ছাড়া তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় তার ভূমিকার স্বীকৃতি হিসেব ২০২১ সালে মর্যাদাপূর্ণ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM