চট্টগ্রামের আনোয়ারা থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে নৌকা ডুবিতে নিখোঁজ সে ১২ জেলে জীবিত ফিরেছেন তাদের নিজ ঠিকানা আনোয়ারা ও বাঁশখালী।
আজ শুক্রবার সকালে তারা নিজেদের গ্রামে স্বজনদের কাছে ফিরে আসে। এর আগে বৃহস্পতিবার (৩ আগস্ট) দিবাগত রাতে সাগরে ভাসমান অবস্থায় তাঁদের অন্যান্য জেলেরা উদ্ধার করে।
বাড়ি ফেরা জেলেরা হলেন, আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকার মোহাম্মদ মোখতার, আখতার হোসেন, নুর মোহাম্মদ, মো. ফরিদ, মো. ইলিয়াস, মো. আরাফাত, মো. শাহীন, মো. ওসমান, মো. আজিজুল হক ও মো. আরজু। বাকি দুজনের নাম জানা যায়নি। তাঁরা বাঁশখালী উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্ব জোনের অধীন সাঙ্গু স্টেশনের কনটিনজেন্ট কমান্ডার (সিসি) মোস্তাক আহমেদ।
গত মঙ্গলবার রাতে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে আনোয়ারা উপকূলের এফবি মালেক শাহ, এফবি আল্লাহর দান ও এফবি আলী শাহ নামের তিনটি ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকা।
ওই সময় নৌকাগুলোর ৪০ মাঝিমাল্লার মধ্যে ২৮ জন উদ্ধার হলেও এফবি আলী শাহ নামের নৌকার ১২ জন নিখোঁজ থাকেন।
নৌকার ১২ মাঝিমাল্লা নৌকাতে থাকা ফ্লুট (পানিতে ভাসার বস্তু) দিয়ে ভাসতে থাকেন। সাগর শান্ত হলে মাছ ধরতে গেলে পতেঙ্গা উপকূলের জেলেরা একসঙ্গে ১০ জনকে ভাসতে দেখে তাদের নৌকায় তুলে নেন।
অপর দুজনকেও ভোলা উপকূলের একটি নৌকা উদ্ধার করেছে। শুক্রবার সকালে উদ্ধার হওয়া জেলেদের আনোয়ারার নিজ বাড়ীতে ফিরে গেছেন।
জেএন/পিআর