তিন বছরের সাজা ঘোষণার পর ইমরান খান গ্রেফতার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। তোষাখানা মামলায় ইসলামাবাদের একটি আদালত এ সাজার ঘোষণা দেন।

- Advertisement -

একইসঙ্গে তাকে ৫ বছরের জন্য সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে সাজা ঘোষণার পরপরই লাহোর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম।

- Advertisement -google news follower

আজ শনিবার দুপুরে আদালতের রায় ঘোষণার পর লাহোরের জামান পার্কের বাসভবন থেকে তাকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ। পিটিআই-এর পাঞ্জাব শাখা এক টুইটে জানায়, ‘ইমরান খানকে কোট লাখপত কারাগারে নেওয়া হচ্ছে।

এরআগে ইসলামাবাদের বিচারিক আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার তাকে ৩ বছরের কারাদণ্ডের আদেশ দেন।

- Advertisement -islamibank

একইসঙ্গে ১ লাখ রুপি জরিমানা করা হয়। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন না ইমরান খান। এমনকি তার আইনজীবীরাও অনুপস্থিত ছিলেন।

রায়ের সময় বিচারক বলেন, ইমরান খানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। সে আদালতে ভুয়া কাগজপত্র দাখিল করেছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM