গ্লোবাল টি-টোয়েন্টির ফাইনালে লিটনের জাগুয়ার্স

লাইফ পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারলেন না লিটন কুমার দাশ। টানা দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশের এই কিপার-ব্যাটসম্যান। তবে তার দল সারে জাগুয়ার্স দারুণ জয়ে উঠে গেছে গ্লোবাল টি-টোয়েন্টির ফাইনালে।

- Advertisement -

ব্রাম্পটনে শুক্রবার প্রথম কোয়ালিফায়ারে টস হেরে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ১৩৯ রান করে জাগুয়ার্স। জবাবে ভ‍্যাঙ্কুভার নাইটস ১০১ রানে গুটিয়ে গেলে ৩৮ রানের জয় পায় লিটনের দল।

- Advertisement -google news follower

মোহাম্মদ রিজওয়ান সহজ রান আউট মিস করলে বেঁচে যান লিটন। তাতেও সুযোগ কাজে লাগাতে পারেননি। একটি করে ছক্কা ও চারে ১৯ বলে করেন ১৬ রান। নিজেদের আগের ম্যাচে মিসিসাগা প্যান্থার্সের বিপক্ষে করেছিলেন ১৩ বলে ১০।

এদিন অধিনায়ক ইফতিখার আহমেদের ২৮ বলে ৩৬ ও আয়ান খানের ২০ বলে ২৯ রানের ইনিংসে সারে ২০ ওভারে তোলে ১৩৯ রান। এরপর ম্যাথু ফোর্ডের (৪/১৬) দারুণ বোলিংয়ে ভ্যাঙ্কুভারকে ১০১ রানে থামিয়ে পৌঁছে গেছে ফাইনালে।

- Advertisement -islamibank

ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ আছে ভ্যাঙ্কুভারের। এর জন্য ব্রাম্পটন উলভস ও মন্ট্রিয়াল টাইগার্সের মধ্যে জয়ী দলের বিপক্ষ দ্বিতীয় কোয়ালিফায়ারে জিততে হবে তাদের।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM