৯৯৯-এ কল পেয়ে পথ হারানো শতাধিক পর্যটককে উদ্ধার করল নৌ-পুলিশ

কিশোরগঞ্জের হাওরে ঘুরতে গিয়ে রাতের অন্ধকারে মেঘনা নদীতে পথ হারায় পর্যটকবাহী একটি নৌকা। পরে ৯৯৯-এ কল পেয়ে ওই নৌকার শতাধিক যাত্রীকে উদ্ধার করছে নৌ-পুলিশ।
শনিবার (৫ আগস্ট) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বাজিতপুর উপজেলার আইনালঘোফ এলাকা থেকে তাদের উদ্ধার করেন নৌ-পুলিশ সদস্যরা।

- Advertisement -

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে ৪৫টি মোটরসাইকেলে পাশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেলিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলামের নেতৃত্বে ওই এলাকার ১০৭ জন পুরুষ কিশোরগঞ্জ হাওর ভ্রমণে আসেন। বাজিতপুর পাটুলিঘাটে মোটরসাইকেল রেখে নৌকায় তারা অষ্টগ্রাম হাওরে ভ্রমণে যান। সারাদিন হাওর ভ্রমণ শেষে অষ্টগ্রাম থেকে ইঞ্জিনচালিত বড় নৌকায় করে বাজিতপুরের পাটুলিঘাটে ফিরছিলেন তারা। পথে রাত হয়ে যাওয়ায় মেঘনা নদীতে পথ হারিয়ে ফেলেন। পরে নৌকার যাত্রীরা ৯৯৯-এ ফোন দিলে নৌ-পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের সদস্যরা গিয়ে বাজিতপুর উপজেলার আইনালঘোফ এলাকা থেকে তাদের উদ্ধার করেন।

- Advertisement -google news follower

টেলিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম বলেন, সারাদিন হাওরে ঘুরে ফেরার সময় রাত হয়ে যায়। রাতে নৌকার মাঝি পথ হারিয়ে দুই ঘণ্টা ধরে একই স্থানে ঘুরতে থাকেন। পরে ৯৯৯-এ ফোন দিলে দ্রুত নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমাদের রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার করে পাটুলিঘাটে পৌঁছে দেয়। এ ঘটনায় আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নৌ-পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -islamibank

তিনি বলেন, ৯৯৯-এ কল পাওয়ার পর দ্রুতই আমাদের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পাটুলিঘাটে পৌঁছে দিয়েছি। নৌকায় শতাধিক পর্যটক ছিল। তাদের কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখন তারা বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল রওয়ানা করেছেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM