রিজভীর বিরুদ্ধে মামলা করতে আদালতে যাচ্ছেন হিরো আলম

‘পাগল’ ও ‘অশিক্ষিত’ বলেছেন এমন অভিযোগ এনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। মামলা করতে তিনি আদালতে যাচ্ছেন বলে জানিয়েছেন সাংবাদিকদের।

- Advertisement -

রোববার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে এ ব্যাপারে অভিযোগ নিয়ে হিরো আলম গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আসেন। সেখানে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন। তবে ডিবি পুলিশ এ ব্যাপারে আদালতে মামলা করার পরামর্শ দেয়।

- Advertisement -google news follower

দুপুর সোয়া ২টার দিকে ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের হিরো আলম বলেন, ‘আমি ডিবিতে এই নিয়ে অভিযোগ করতে এসেছিলাম। কিন্তু তারা বলেছে এই বিষয়ে ডিবি সরাসরি কোনো মামলা নিতে পারে না। তাই এখন আমি কোর্টে মামলা করতে যাচ্ছি।’

হিরো আলম বলেন, ‘আমি ডিবিতে অভিযোগ দিয়েছি। কিন্তু এখানে এই বিষয়ে কোনো মামলা করা যায় না, তাই কোর্টে যাব মামলা করতে। আমি এখনই যাবো। কোনো সম্মানিত লোক কাউকে পাগল-ছাগল বলে অপমান করতে পারে না।’

- Advertisement -islamibank

রুহুল কবির রিজভী অশিক্ষিত বলে গালিগালাজ করেছেন দাবি করে তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দলের লোক কাউকে অর্ধ-পাগল কিংবা অশিক্ষিত বলতে পারে না। আমি তিনবার নির্বাচন করেছি। আমি যদি অর্ধ-পাগল হই তাহলে নির্বাচন কমিশন আমাকে যাচাই-বাছাই করে নির্বাচন করতে দিয়েছে, কোনো পাগলকে নির্বাচন করতে দেয়নি।’

হিরো আলম বলেন, ‘আমি অশিক্ষিত। কিন্তু তার দলের (রিজভী) নেত্রী কিন্তু এইট পাস। অথচ তিনি অশিক্ষিত পাগল বলে আমার সম্মানহানি করেছেন।’

আলোচিত এই ইউটিউবার বলেন, ‘সবাই মনে করে আমি বিএনপির লোক। অথচ বিএনপির লোক আমাকে নিয়ে কথাবার্তা বলেছে। তারা একটা লোককে নিয়ে হেয় করে কথা বলেছে। অনেকেই নীচু করে, অপমান করে, তুচ্ছ করে আমার সম্পর্কে কথা বলে। জাতীয় পার্টির লোকও আমাকে হেয় করে কথা বলেছে।’

হিরো আলম বলেন, ‘কোনো ব্যক্তিকে গালি দিতে পারেন না। অশিক্ষিত পাগল বলতে পারেন না।’

গত ১৮ জুলাই রাজশাহীর একটি পদযাত্রায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলমকে মারধরের প্রসঙ্গে কথা বলেন। সেখানে তিনি হিরো আলম সম্পর্কে ‘অর্ধপাগল’ ‘অশিক্ষিত’ ইত্যাদি শব্দ বলেন বলে অভিযোগ হিরো আলমের।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM