ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ২৭৬৪, মৃত্যু ১০

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২৭৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

- Advertisement -

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে রোববার এ তথ্য জানানো হয়।

- Advertisement -google news follower

বিবৃতিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০৭৮ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৮৬ জন ডেঙ্গু রোগী।

বর্তমানে সারা দেশে ৯ হাজার ৩৪৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৬০৫ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৪ হাজার ৭৪২ জন।

- Advertisement -islamibank

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৩১৩ জনের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৬৬ হাজার ৭৩২ জন। ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৫ হাজার ৬০১ জন ও ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা ৩১ হাজার ১৩১ জন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM