আগামী ২৮ আগস্ট প্রকাশ করা হবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষার ফল। এদিন সব শিক্ষা বোর্ড একযোগে এই ফল প্রকাশ করবে।
রবিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।
তিনি বলেন, উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের বিষয়ে ঢাকাসহ সাধারণ ৯টি শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড সম্মত হয়েছে। একযোগে এ ফল প্রকাশ করা হবে।
গত ২৮ জুলাই ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় ৪ লাখ ৩১ হাজার ২৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়।
এর মধ্যে শুধু ঢাকা শিক্ষা বোর্ডেই এসএসসির ফলের পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছেন ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী।
জেএন/পিআর