২৩ জুন রাতে স্টেশন রোডের মোটেল সৈকত থেকে আটক জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১০ নেতা-কর্মীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (০৫ আগস্ট) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন মুরাদের আদালত এ আদেশ দেন।
১০ জন হলেন- নগর জামায়াতের নায়েবে আমির আ জ ম ওবায়দুল্লাহ (৫৫), ইস্টার্ন রিফাইনারির সহকারী ম্যানেজার মো. রফিকুল হায়দার (৫৫), জামায়াত নেতা হাবিবুর রহমান (৫৫), ছাত্রশিবির নেতা হোসেন মুরাদ তারিফ (২৮), রফিকুল হাসান লোদি (২৮), মো. ইমরানুল হক (২৯), গাজী সাখাওয়াত হোসেন হাসনাত (২৭), ফেরদৌস আহমেদ (২৫), মো. রফিকুল ইসলাম (২৫) ও হাবিবুর রহমান (২৮)।
কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ডিসেম্বরে কোতোয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নাকচ করে ১০ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।