চট্টগ্রামের আনোয়ারায় গত কয়েকদিনের ভারী বর্ষণ ও টানা বৃষ্টিপাতের ফলে চাতরী ইউনিয়নের বাংলাবাজার গ্রামীণ সড়কটি দেবে ফাটল সৃষ্টি হয়েছে। এতে সড়কে চলাচলকারী সকল প্রকার যানবাহন বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ।
জানা গেছে, বিগত তিন বছর আগে ইউনিয়নের কৈখাইন-ডুমুরিয়া-রুদুরা বাংলাবাজার গ্রামীণ সড়কটি কার্পেটিং করা হয়।
টানা বৃষ্টির ফলে রবিবার ভোর রাতে বাংলা বাজারগামী ডুমুরিয়া ৮ ওয়ার্ডে এলাকায় সড়কটি প্রায় ৫০ ফুট রাস্তা ৫ ফুট গভীরে দেবে যায়। সড়কে ফাটল ধরেছে। এতে সড়কে চলাচলকারী সকল প্রকার যানবাহন বন্ধ রয়েছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, ডুমুরিয়া-রুদুরা হয়ে বাংলাবাজার যাওয়ার প্রধান সড়কটি ভেঙ্গে ৫ ফুট নিচে দেবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছি।
তিনি বলেন আমার মতো আরো কয়েক হাজার মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে। বর্তমানে সড়কটির বেহাল দশায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এখন হঠাৎ কেউ অসুস্থ হলে হাসপাতালে যাওয়া কষ্টকর হয়ে যাবে।
ডুমুরিয়া ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শামসুল জানান, টানা ভারী বর্ষণের ফলে গ্রামীণ সড়কের ৫০ ফুট রাস্তা ভেঙে নিচের দিকে দেবে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের মানুষ। বিষয়টি আমি চেয়ারম্যানকে অবহিত করেছি।
বৃষ্টি কমা মাত্র দেবে যাওয়া সড়কগুলো দ্রুততার সাথে সংস্কার প্রয়োজন জানিয়ে এ বিষয়ে চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, আমি সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করছি।
জেএন/পিআর