‘কমিশন চায় না নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক’

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে না বাংলাদেশে। শুক্রবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসন্ন নির্বাচন উপলক্ষে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

- Advertisement -

কবিতা খানম বলেন, হানড্রেড পারসেন্ট সুষ্ঠু নির্বাচন পৃথিবীর কোনো দেশেই হয়নি। আমাদের দেশেও হবে না। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। কমিশন চায় না নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক ।

- Advertisement -google news follower

তিনি বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইছে। এই হাওয়া যেন কোনোভাবেই বৈরী না হয়। এই নির্দেশনা কমিশন থেকে থাকবে। আপনাদের সেটা প্রতিপালন করতে হবে।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের নয়। এটা সবার দায়িত্ব। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

- Advertisement -islamibank

এসময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচন হবে, এটা ফিক্সড। এই নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে। তাই নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM