চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পানি নেমে যাওয়ায় দুই দিন পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম।
তিনি বলেন, সপ্তাহখানেক আগে থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ ও লোহাগাড়া উপজেলা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের বড়পাড়া কসাইপাড়া থেকে সাতকানিয়ার কেরানী হাটে পানি উঠে যায়।
তিনি আরো বলেন, মহাসড়ক থেকে বন্যার পানি সরে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল থেকে চট্টগ্রাম টু কক্সবাজার, কক্সবাজার টু চট্টগ্রাম গাড়ি চলাচল শুরু হয়েছে।
এদিকে জানা যায়, সড়ক স্বাভাবিক হলেও জীবন যাত্রা স্বাভাবিক হয়নি সাতকানিয়া, বান্দরবান, চকরিয়া ও লোহাগাড়ার আংশিক এলাকায়। বিস্তীর্ণ ফসলী জমি ও লোকালয় তলিয়ে আছে পানিতে।
দুর্গত এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক না হওয়ায় বন্ধ আছে টেলি যোগাযোগও। দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। তবে এখনও বান্দরবানের সঙ্গে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ।
জেএন/হিমেল/এমআর