সৌদি আরবের প্রধান প্রসিকিউটর সৌদ আল মুজিব সাংবাদিক জামাল খাশোগি হত্যায় অভিযুক্ত ৫ জনের মৃত্যুদণ্ডের সুপারিশ করেছে। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রিয়াদে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তবে খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কোনো সম্পৃক্ততা নেই বলে উল্লেখ করেন তিনি।
সৌদি কর্মকর্তারা বলছেন, হত্যাকাণ্ডের তিনদিন আগে পরিকল্পনা করে খুনিরা। এরপর ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ভেতরে তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় মোট ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। এরমধ্যে হত্যাকা-ের আদেশ ও বাস্তবায়নে সরাসরি জড়িত ৫ জন সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে যাচ্ছে। এমটাই জানিয়েছে সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন অফিস।-সিএনএন