বন্যার্তদের পাশে শায়খ আহমাদুল্লাহ

দেশে-বিদেশে যেকোনো দুর্যোগে সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়ান বিশিষ্ট দাঈ ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। চট্টগ্রাম অঞ্চলে স্মরণকালের ভয়াবহতম বন্যায়ও এর ব্যতিক্রম হয়নি। নিজের প্রতিষ্ঠিত সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা শুরু করেছেন তিনি। পানি ভেঙে নিজে অসহায়দের হাতে তুলে দিচ্ছেন ত্রাণ সামগ্রী।

- Advertisement -

শায়খ আহমাদুল্লাহ বলেন, বন্যায় দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণের কার্যক্রম শুরু করেছি আমরা। প্রাথমিকভাবে চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ ও মহানগর এলাকায়, কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় এবং বান্দরবানের লামায় আমরা শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেছি। কয়েক হাজার প্যাকেট বিতরণ সম্পন্ন হয়েছে। আমাদের ত্রাণ তৎপরতা অব্যাহত আছে।

- Advertisement -google news follower

শায়খ আহমাদুল্লাহ জানান, কেউ ত্রাণ তৎপরতায় অংশ নিতে চাইলে সরাসরি ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে পাঠাতে পারেন। প্রয়োজনে +৮৮০৯৬১০০০১০৮৯ নাম্বারে যোগাযোগ করা যেতে পারে।

বিশিষ্ট দাঈ ও জনপ্রিয় আলোচক শায়খ আহমাদুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তার হাত ধরেই মূলত সংস্থাটির কার্যপরিধি দিন দিন বিস্তৃতি লাভ করছে। করোনা মহামারি, সিলেটের ভয়াবহ বন্যা, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ত্রাণ তৎপরতা চালিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশন ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এছাড়া দেশজুড়ে কোরবানি কার্যক্রম, দরিদ্র অসহায়দের পুনর্বাসন ও দেশজুড়ে বৃক্ষরোপণ প্রকল্প পরিচালনার মাধ্যমে সংস্থাটি মানুষের আস্থা অর্জন করেছে।

- Advertisement -islamibank

আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। আর্তমানবতার সেবা, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, ত্রাণ বিতরণ, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এ ধরনের কাজের মাধ্যমে একটি আদর্শ ও কল্যাণমূলক সমাজ গড়ে তুলতে কাজ করছে বেসরকারি এই সেবা সংস্থাটি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM