ডিএপি সার কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় ডাই আমোনিয়াম ফসফেট(ডিএপি) সার কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হামিদুল্লাহ বিশ্বাস (৩৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর নিয়ন্ত্রনাধীন কারখানাটির ব্যাগিং শাখায় দুর্ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

নিহত হামিদুল্লাহ নাটোর জেলার সিংড়া উপজেলার বাসিন্দা। সে ডিএপি কারখানা প্ল্যান্ট-২ বিদ্যুৎ শাখায় কর্মরত মাষ্টার টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ব্যাগিং শাখায় মেশিনের একটি বেল্ট ছিড়ে যাই। সেটি মেরামত করে বিদ্যুৎ লাইনের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে রাত সাড়ে ৮টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -islamibank

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে(ডিএপি) ফার্টিলাইজার লিমেটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হাকিম বলেন, কারখানায় বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM