সাঙ্গু নদীতে ভেসে আসা অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাঙ্গু নদীতে ভেসে আসা অজ্ঞাম লাশের পরিচয় মিলেছে।

- Advertisement -

তার নাম মো. খোকন (২৮)। সে চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড চিড়িংঘাট এলাকার মৃত সামছু মিয়ার ছেলে।

- Advertisement -google news follower

গত ৭ আগস্ট ভোর সাড়ে ৬টার সময় পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় খোকন। তিনদিন পর তার মরদেহ মিলল আনোয়ারা উপকূলের সাঙ্গু নদীতে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ লাশ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার সকালে সাঙ্গু নদীতে ভেসে আসা লাশটি উদ্ধার করা হয়।

- Advertisement -islamibank

মরদেহে পচন ধরেছে। মরদেহটির পরিচয় জানতে লাশটি চন্দনাইশ থেকে বন্যার পানিতে ভেসে আসা খোকনের বলে শনাক্ত করেছে তার পরিবার ।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, গত ৭ আগস্ট পাহাড়ি ঢলে খোকন নামে ওই ব্যক্তি ভেসে যায়। তবে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক না থাকায় পুলিশকে বিষয়টি জানাতে পারেনি।

শুক্রবার আনোয়ারায় সাঙ্গু নদীর জুইদন্ডি ঘাটে তার মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে আনোয়ারা থানায় গিয়ে স্বজনরা তার মরদেহটি শনাক্ত করেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM