প্রাকৃতিক দূর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ এর আগামী ১৭ আগস্টের পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।
অন্যান্য বোর্ডসমূহের পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় চট্টগ্রাম অঞ্চলের ২৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ ২ হাজার ৪৬৮ জন পরীক্ষার্থী। এর আগে ২০২২ সালে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৩ হাজার ৮৮৯ জন।
সে হিসেবে এবারে বেড়েছে ৮ হাজার ৫৭৯ জন। কেন্দ্রের সংখ্যাও বেড়েছে ১২টি। এবারে ১১৩টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা।
জেএন/হিমেল/এমআর