ফেনী থেকে পিকআপ যোগে মাদকদ্রব্য বহন করে চট্টগ্রাম নগরীতে প্রবেশের আগেই সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় র্যাবের জালে আটক হয়েছেন দুই মাদক কারবারি।
এসময় তাদের হেফাজতে থাকা দুটি প্লাস্টিকের বস্তার ভিতর হতে অর্ধশত কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি।
শনিবার (১২ আগস্ট) রাতে ফৌজদারহাট এলাকার একটি ফিলিং স্টেশনের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশীকালে এসব গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ফেনী ছাগলনাইয়া উপজেলার মধ্যম মটুয়া এলাকার ইউসুফের ছেলে ইকবাল হোসেন (১৯) ও একই উপজেলার দক্ষিণ বল্লভপুর এলাকার মজিবুর রহমানের ছেলে ইমরান হোসেন (২৪)।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে সুকৌশলে মাদকদ্রব্য (গাঁজা) ফেনীর জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে ক্রয় করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা।
আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জেএন/পিআর