ঢাকার ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল হলেও, সারাদেশে পরিস্থিতি ভালো নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ রবিবার (১৩ই আগষ্ট) দুপুরে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, সারাদেশে প্রায় ৮২ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত এবং তাদের মধ্যে প্রায় সাড়ে ৯ হাজার রোগী হাসপাতালে ভর্তি আছে।
আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার সবধরনের ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ঢাকা শহরে রোগীদের জন্য প্রায় ৩ হাজার শয্যা রয়েছে। এছাড়া ঢাকার বাইরে ৫ হাজার শয্যা প্রস্তুত করা হয়েছে।
জেএন/পিআর