বাংলাদেশ দলের অনুশীলনের সময় হঠাৎ আগুন ধরে যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাড লাইটের কয়েকটি বাতিতে।
এ সময় অনুশীলন বন্ধ করে দেন ক্রিকেটাররা। তবে আগুন বেশিক্ষণ থাকেনি। ধোঁয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবার শুরু হয় অনুশীলন।
এশিয়া কাপ শুরু হওয়ার আগে সোমবার বিকালে নির্ধারিত সময়ের প্রায় ঘণ্টা দেড়েক পর শুরু হয় জাতীয় দলের মাঠের কার্যক্রম। আকাশ মেঘলা থাকায় ফ্লাড লাইট জ্বালিয়েই শুরু হয় অনুশীলন। কিছুক্ষণ পর পূর্ব গ্যালারির কাছের ফ্লাডলাইটে আগুন দেখা যায়।
বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন বলেন, ফ্লাড লাইটের নিচের দিকে আগুন ধরেছিল। এখানে বিষয়টা হলো, টানা বৃষ্টির কারণে শর্ট সার্কিট হয়ে গিয়েছিল। যে কারণে কিছু বাতিতে আগুন ধরে যায়। আমরা টের পেয়ে সার্কিট বন্ধ করে দেওয়ার পর আগুন নিভে যায়।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত সার্কিটগুলোতে কাজ করতে হবে। কিছু সার্কিট হয়তো বদলে দিতে হবে। ফ্লাড লাইটে আর তেমন বড় কোনো সমস্যা হয়নি। আশা করছি, সার্কিট বদলে দিলেই সমাধান হয়ে যাবে। সব কিছু এখন নিয়ন্ত্রণে আছে।
গত শনিবার এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়। ৩১ অগাস্ট শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে টাইগাররা।
জেএন/এমআর