প্রকল্প এলাকায় স্থাপনার অনুমতি না দিতে সিডিএকে চসিকের চিঠি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কুলগাঁওয়ে নির্মিতব্য বাস-ট্রাক নির্মাণ প্রকল্প এলাকায় কোন স্থাপনা তৈরির অনুমোদন না দেওয়ার অনুরোধ জানিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) চিঠি দিয়েছে চসিক।

- Advertisement -

এ বিষয়ে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা জয়নিউজকে বলেন, আমি সিডি্এ-এর প্রধান প্রকৌশলী বরাবর এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছি। চিঠিতে উল্লেখ করেছি, কুলগাঁওয়ে নির্মিতব্য বাস-ট্রাক নির্মাণ প্রকল্প গত ১২ অক্টোবর একনেকে অনুমোদিত হয়। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১ হাজার ২শ ২৯ কোটি ৯৭ লাখ টাকা।

- Advertisement -google news follower

প্রকল্পটি বাস্তবায়িত হলে ঐ টার্মিনালে প্রায় ৩’শ পরিবহনের পার্কিংয়ের ব্যবস্থা হবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

এ প্রকল্পের আওতায় জালালাবাদে ১৬ একর জায়গা অধিগ্রহণ করতে হচ্ছে চসিককে। অধিগ্রহণ পরিকল্পনায় সংশ্লিষ্ট বিএস দাগ মৌজা এলাকায় কোন ধরনের অবকাঠামো নির্মাণ অনুমোদন বা ছাড়পত্র না দেওয়ার জন্য সিডিএকে অনুরোধ করেছে চসিক।

জয়নিউজ/কাউছার/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM