সীতাকুণ্ডে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একে একে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, সীতাকুণ্ড প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, মডেল থানা, উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন, উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও স্বেচ্ছাসেবী সংগঠন।

- Advertisement -google news follower

শোক দিবস উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে বেলা ১১ টায় প্রশাসনের উদ্যেগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম- ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন এর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, মডেল থানার ওসি তোফায়েল আহমেদ, প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন, কৃষি অফিসার হাবিবুল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউর কাদের, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলালসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM