‘বিএনপি জামায়াত বঙ্গবন্ধুকে সার্বজনীন করেনি, সাধারণ মানুষই তাকে সার্বজনীন করে তুলেছে’

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আওতাধীন ৪৩নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বুধবার ১৬ আগষ্ট আমিন শিল্পাঞ্চলস্থ ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।

- Advertisement -

ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ৭১’র পরাজিত শক্তি ১৫ আগষ্টের কালোরাত্রিতে জাতির জনককে হত্যা করতে পারলেও বাঙ্গালি জাতির হৃদয় থেকে জাতির জনকের স্বপ্ন ও আদর্শকে হত্যা করতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। বিএনপি-জামায়াত চক্র নিজেদের হীনমন্যতার কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানকে সার্বজনীন করতে পারেনি। বাংলাদেশ আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দলীয়করণ করেনি। এদেশের মানুষের মণিকোঠায় বেঁচে থাকা বঙ্গবন্ধুকে সাধারণ মানুষই সার্বজনীন করে তুলেছে। জাতির জনকের প্রতি সাধারণ মানুষের এই ভালবাসাকে আওয়ামী লীগ সবসময় সম্মান শ্রদ্ধা জানিয়েছে মাত্র।

- Advertisement -google news follower

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসন সাংসদ নোমান আল মাহমুদ। আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম কোম্পানির সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এম ইলিয়াস চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় কাউন্সিলর মোবারক আলী, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন মুন্সী, আবদুল মালেক, নুরুল আলম, মামুনুর রশিদ মামুন, ফয়েজ আহমেদ, শাহাদাত হোসেন, আবদুর রহমান, জয়নাল আবেদীন লিটন, এস এম সেলিম, মোসলেম উদ্দিন লিটন, কামাল হোসেন রিজভী, ইঞ্জিনিয়ার শিবলী সাদিক সোহেল, আবদুল বাতেন, ইসলাম হোসেন রণি ও সুজন গাজী প্রমুখ বক্তব্য রাখেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM