এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। যা চলবে দুপুর ১টা পর্যন্ত। প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা হচ্ছে।
এইচএসসি পরীক্ষার প্রথম দিনে সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।
এবার ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট শিক্ষার্থী ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন, যার মধ্যে এইচএসসিতে ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন, আলিম পরীক্ষায় ৯৮ হাজার ৩১ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৫২ হাজার ৭১৭ জন শিক্ষার্থী রয়েছে।
এবার সারা দেশে ২ হাজার ৬৫৮ কেন্দ্রে ৯ হাজার ১৬৯ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় বসেছে।
আজ থেকে শুরু হওয়া আট বোর্ডের লিখিত পরীক্ষা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা চলবে ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর।
জেএন/এমআর