বঙ্গবন্ধুর ডাকে জীবনবাজি রেখেছিলেন বীর মুক্তিযোদ্ধারা-নোমান আল মাহমুদ

বোয়ালখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যােগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ।

- Advertisement -

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় নোমান আল মাহমুদ এমপি বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছেন। জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হচ্ছে।

- Advertisement -google news follower

তিনি আরও বলেন, আমাদের যুব সমাজকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের সুনাগরিক হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে।

বীর মুক্তিযোদ্ধা আবুল বশর কমান্ডারের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা বন গোপাল দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাবেক সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, মো.ফারুক, শরৎ চন্দ্র বড়ুয়া, মাহবুবুল আলম, মো. হাসান, মো. ইসমাইল, আব্দুর রশিদ ও মোহাম্মদ রফিক।

- Advertisement -islamibank

জেএন/পূজন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM