চৌদ্দগ্রামে নৌকা ডুবে ভাই-বোনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে নৌকা ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

নিহতরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের আনিসুর রহমানের মেডিকেলে পড়ুয়া মেয়ে আনিকা রহমান অনন্যা (২০) ও সদ্য এসএসসি পাস করা ছেলে তানভীর রহমান (১৫)। তারা সপরিবারে ঢাকায় থাকেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে ঢাকা থেকে পার্শ্ববর্তী মামার বাড়িতে সপরিবারে বেড়াতে এসেছিলেন।

- Advertisement -google news follower

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শখের বসে মামাতো ভাইদেরকে সঙ্গে নিয়ে আনিকা ও তানভীরসহ মোট ছয়জন খাটরা গ্রাম-সংলগ্ন ডাকাতিয়া নদীতে নৌকা ভ্রমণে বের হন। বেলা ১২টার দিকে প্রবল বাতাসে নৌকাটি উল্টে তলিয়ে যায়। এ সময় তাদের সঙ্গে থাকা চারজন সাঁতরে প্রাণে বাঁচলেও আনিকা ও তানভীর সাঁতার না জানায় পানিতে তলিয়ে যান। খবর পেয়ে গ্রামবাসী নদীতে উদ্ধার অভিযানে নামেন। দীর্ঘসময় অভিযান চালিয়ে তানভীরকে উদ্ধার করা হয়। পরে ৯৯৯-এ কল করা হলে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিকেল পৌনে ৫টায় আনিকার মরদেহ উদ্ধার করে।

- Advertisement -islamibank

ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। কারও কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ দুটি দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM