চট্টগ্রাম কারা বিভাগের নতুন ডিআইজি হিসেবে এ কে এম ফজলুল হক ও সিনিয়র জেল সুপার পদে মো. কামাল হোসেনকে যোগদানের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (১৬ নভেম্বর) মন্ত্রণালয় এ আদেশ দেয়।
ওই আদেশে চট্টগ্রামের ডিআইজি প্রিজন ও সিনিয়র জেল সুপারকে যশোরে বদলি করা হয়েছে এবং সিলেট বিভাগের ডিআইজি এ কে এম ফজলুল হক ও যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার মো. কামাল হোসেনকে চট্টগ্রাম কারাগারে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
গত ২৬ অক্টোবর চট্টগ্রামের জেলার সোহেল রানা বিশ্বাস ভৈরব রেলওয়ে পুলিশের হাতে নগদ ৪৪ লাখ ৩৩ হাজার টাকা ও প্রায় পাঁচ কোটি টাকার নথিপত্রসহ গ্রেফতার হন। ৪৪ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা নিজের এবং ৩৯ লাখ টাকা চট্টগ্রাম কারা বিভাগের ডিআইজি পার্থ কুমার বণিক ও সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিকের বলে জানান সোহেল রানা বিশ্বাস।