ক্যারিবীয়দের বিপক্ষে ফিরলেন সাকিব, বড় চমক নাঈম

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

- Advertisement -

ঘোষিত স্কোয়াডে নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন অফ স্পিনার নাঈম হাসান। তবে জিম্বাবুয়ের বিপক্ষে দলে থাকা শফিউল ইসলাম, আবু জায়েদ রাহি, লিটন দাস এবং নাজমুল ইসলাম অপুর জায়গা হয়নি।

- Advertisement -google news follower

এছাড়া টেস্ট স্কোয়াডে জায়গা ফিরে পেয়েছেন সৌম্য সরকার। জিম্বাবুয়ে সিরিজে অভিষেক হওয়া আরিফুল হক, মিথুন আলী এবং খালেদ আহমেদ প্রথম টেস্টের স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন।

আগামী ২২ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর সিরিজের শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ৩০ নভেম্বর।

- Advertisement -islamibank

টেস্ট সিরিজ শেষে দুই দল ৩ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ ও ৩ ম্যাচের একটি টি-টুয়েন্টি সিরিজ খেলবে।

প্রথম টেস্টের স্কোয়াডঃ সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, মমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও নাঈম হাসান।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM