এইচএসসি পরীক্ষা সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে শনিবার খোলা থাকবে শিক্ষাবোর্ড

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পেছানো এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে রোববার (২৭ আগস্ট) থেকে। পরীক্ষা সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে বন্ধের দিনেও খোলা থাকবে শিক্ষাবোর্ড।

- Advertisement -

পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার আগের দিন শনিবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বোর্ডের পরীক্ষা শাখা, কলেজ শাখা এবং হিসাব শাখা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড।

- Advertisement -google news follower

এবিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ন চন্দ্র নাথ বলেন, আগামী রবিবার শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার আগের দিন শনিবার বোর্ডের পরীক্ষা শাখা, কলেজ শাখা এবং হিসাব শাখা খোলা থাকবে। এছাড়া পরীক্ষার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৫২টি সাধারণ পরিদর্শক দল ও ১০টি বিশেষ পরিদর্শক দল গঠন করা হয়েছে। পাশাপাশি খোলা হয়েছে কন্ট্রোল রুমও।

জানা যায়, এবার চট্টগ্রাম বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ২ হাজার ৪৬৮ শিক্ষার্থী। ২৭৯ কলেজের শিক্ষার্থীরা ১১৩টি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার্থীর মধ্যে ৪৭ হাজার ৫৩২ জন ছাত্র এবং ৫৪ হাজার ৯২৯ জন ছাত্রী। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ২০ হাজার ৭৪৫ জন, মানবিক থেকে ৪৬ হাজার ৭৪৬ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৪ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

- Advertisement -islamibank

জেএন/হিমেল/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM