ফেনীতে দুই বস্তা গাাঁজা নিয়ে ধরা পড়ল রোহিঙ্গা যুবক

নোয়াখালী-ফেনী মহাসড়কের পাঁচগাছিয়া বাজার নামক স্থানে অভিযান পরিচালনা করে ১৭ কেজি গাঁজাসহ মো. শাকের (৩২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব।

- Advertisement -

বুধবার (২৩ আগস্ট) রাতে ওই এলাকায় গাড়িতে ওঠার জন্য অপেক্ষারত অবস্থায় দুটি বস্তাভর্তি এসব গাঁজাসহ তাকে আটক করা হয়।

- Advertisement -google news follower

আটক শাকের কক্সবাজারের টেকনাফ উপজেলার মোছনী আরআরসি ক্যাম্প, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ২৬, ব্লক সি, সাইট নং ৮২০, ৫ নং ওয়ার্ডের বর্তমান শরনার্থী মো. হোসেনের ছেলে।

র‌্যাব-৭, ফেনী ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সূত্রের খবরে র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে দুইটি বস্তাসহ একজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিতে দুইটি বস্তার ভেতর থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

- Advertisement -islamibank

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত শাকের জানান, সে একটি সংঘবদ্ধ দলের সাথে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে চট্টগ্রাম, কক্সবাজারসহ আশপাশের জেলার বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে।

ফেনীস্থ র‌্যাবের কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃত ব্যাক্তি ও উদ্ধারকৃত গাঁজা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের কথা জানান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM